এ সপ্তাহেই প্রথম শ্রেণির ৬৭টি কারখানা পরিদর্শক নিয়োগ

BPSC বাংলাদেশ সরকারি কর্ম কমিশনসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ চলতি সপ্তাহের মধ্যেই কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের অধীনে প্রথম শ্রণির ৬৭ জন কারখানা পরিদর্শক নিয়োগ হচ্ছে। আর এ লক্ষে যাবতীয় কাজ ইতোমধ্যে সরকারি কর্ম কমিশন (পিএসসি) শেষ করেছে।
রেবিবার দুপুরে সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের পোশাকশিল্প কারখানার নতুন তথ্যভান্ডার (ডাটাবেজ) উদ্বোধন শেষে এসব কথা জানান শ্রম প্রতিমন্ত্রী মো. মজিবুল হক চুন্ন।
মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা জিএসপি ফিরে পেতে অ্যাকশন প্ল্যান অনুযায়ী বাকি ১৬টি শর্তের মধ্যে দুটি ছিলো- ২শ কারখানা শ্রমিক নিয়োগ এবং পোশাক কারখানার জন্য ডাটাবেজ তৈরি।
মুজিবুল হক বলেন, জিএসপির শর্ত পূরণে শ্রম মন্ত্রণালয়ের শর্ত ছিলো দুটি। এর মধ্যে একটি ডাটাবেজ তৈরি এবং অন্যটি কারখানা পরিদর্শক নিয়োগ। এর মধ্যে কারখানা পরিদর্শন নিয়োগের কাজটি অনেকটা এগিয়ে গেছে। পিএসসি ইতোমধ্যে ২শ’ কারখানা পরিদর্শক নিয়োগের অংশ হিসেবে প্রথম শ্রেণির ৬৭ জন পরিদর্শক নিয়োগের জন্য নামের তালিকা চূড়ান্ত করেছে। এ সপ্তাহেই গেজেট আকারে তা প্রকাশ করা হবে।
প্রতিমন্ত্রী জানান, বিসিএস নন-ক্যাডার প্রার্থীদের মধ্য থেকে কারখানা পরিদর্শক নিয়োগ দেয়া হচ্ছে। এখানে ৬৭টি পদ প্রথম শ্রেণির, কিন্তু বাকি ১৩৩টি পদ দ্বিতীয় শ্রেণির।
সাধারণত বিসিএস নন-ক্যাডার থেকে প্রথম শ্রেণিতে নিয়োগ দেয়া হয়। কিন্তু কারখানা পরিদর্শকের দ্বিতীয় শ্রেণির পদে নিয়োগ দেয়ার জন্য বিধি সংশোধন করতে হচ্ছে। এক্ষেত্রে নিয়োগ প্রার্থীদের অপশন দেয়া হবে বলে জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী।
তিনি জানান, ইন্সপেক্টর নিয়োগের জন্য বিধি পরিবর্তনের কাজ আজই চূড়ান্ত হচ্ছে। এজন্য এ সপ্তাহের মধ্যেই গেজেট প্রকাশ করা হবে। নিয়োগ বিধি পরিবর্তনের জন্য পিএসসির মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়কে অনুরোধ করা হয় এবং জনপ্রশাসন তা অনুমোদনও দিয়েছে। আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অনুমোদন পেলে বিধি চূড়ান্ত হবে।
ফলে বিধি চূড়ান্ত হবার পর ২২২ জন কারখানা পরিদর্শক নিয়োগ দিতে আর কোনো বাধা থাকবে না বলে জানান শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ