সোনারগাঁয়ে সাংবাদিককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা

nayaranganj district map নারায়ণগঞ্জ জেলা ম্যাপরিপোর্টার, এবিসি নিউজ বিডি, নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় দেলোয়ার হোসেন (৪২) নামে এক সাংবাদিককে গলাকেটে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি।

নিহত দেলোয়ার সাদিপুর ইউনিয়নের বেইলর গ্রামের আব্দুর রহমানের ছেলে। দেলোয়ার জাতীয় দৈনিক সমাচারের সোনারগাঁ প্রতিনিধি।

নিহতের পরিবার জানায়, জমিজামা নিয়ে সম্প্রতি এলাকায় কিছু লোকের সঙ্গে দেলোয়ারের বিরোধ দেখা দেয়। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে নয়াপুর বাজার থেকে বেইলর গ্রামের বাড়িতে যাওয়ার পথে নতুন রাস্তার এলাকায় পৌঁছলে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জঘম করে। পরে গলা কেটে হত্যা নিশ্চিত করে পালিয়ে যায়।

সোনারগাঁ থানার উপপরিদর্শক (ওসি) রেজাউল করিম হত্যার ঘটনা স্বীকার করে বলেন, কি কারণে কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে কিংম্বা নিহত দেলোয়ারের সঙ্গে কারো শত্রুতা ছিল কিনা তা সনাক্ত করার চেষ্টা চলছে। লাশ ময়না তদন্তরে জন্য র্মগে পাঠানো হয়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ