টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিকল্প দল হতে পারে

bcb logo Bangladesh Cricket Board বাংলাদেশ ক্রিকেট বোর্ড লোগোস্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ স্বাধীনতা দিবসে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার পর ক্রিকেটারদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্য ড্রেসিংরুমে ঢোকেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। সেখানে বোর্ড সভাপতি বলেছেন, ‘একটা হার কোনো ব্যাপার না। তোমাদের অনেক ভালো ক্রিকেট খেলার সামর্থ্য আছে। আমি বিশ্বাস করি যে, তোমরা অনেক ভালো দল। এই বিশ্বাসটা নিজেদের ওপর রাখো। ম্যাচ আমরা হারতেই পারি, কিন্তু যেভাবে হারছি এবং এমনটা কেন হচ্ছে, আমার জানা নেই।’

দলের সাম্প্রতিক এ ব্যর্থতার পেছনে নানা কারণ অবশ্য উঠে আসছে। যেমন শুরুতে বলা হচ্ছিল যে, বেশি বেশি পরিবর্তনের কারণে অনিশ্চয়তার চাপে কাবু বাংলাদেশ দল। সে ধারণা উড়িয়ে দিয়েছেন নাজমুল হাসান, ‘খুব বেশি পরিবর্তনটা হলো কোথায়? এখন আপনারাই বলুন, কেউ পারফরম না করলেও তাকে খেলাতে হবে? তা ছাড়া আমাদের অত বেশি ক্রিকেটারও নেই যে, হুটহাট দল পাল্টাবো।’

তবে টি-টোয়েন্টি ক্রিকেটটা জটিল বলেই ভিন্ন ভাবনা আছে বিসিবি সভাপতির মনে, ‘আমরা ওয়ানডেতে মোটামুটি ভালো দল। টেস্টে অতটা না। তবে সবচেয়ে কম বুঝি টি-টোয়েন্টিটা। আমার তো মনে হয় এ ফরম্যাটের জন্য বিকল্প দল গড়ার সময় এসেছে। আশা করি ব্যাপারটা নিয়ে নির্বাচকরা ভাববেন। আমার বিশ্বাস এতে করে আন্তর্জাতিক পর্যায়ে খেলার জন্য উপযুক্ত ক্রিকেটারের সংখ্যাটাও বাড়বে।’

বিভন্ন সূত্র টি-টোয়েন্টিতে কোচ বদলের কথা জানালেও বিসিবি থেকে এখনও কেউ নিশ্চিত করেননি ব্যাপারটা।

পুরো বিশ্বের সামনে জাতীয় সংগীতে কণ্ঠ দেওয়া নতুন কোনো অভিজ্ঞতা নয় বাংলাদেশ দলের। টি-টোয়েন্টি বিশ্বকাপেও প্রতি ম্যাচের আগেই জাতীয় সংগীত গাইছেন ক্রিকেটাররা।

তবে বুধবার ঠিক ১১টায় স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে ভেসে ওঠা প্যারেড স্কয়ারের সমবেত কণ্ঠে কণ্ঠ মেলানোর অভিজ্ঞতাটা একটু অন্য রকমই মনে হয়েছে মুশফিকুর রহিমের, ‘যেকোনো ভালো কাজে অংশ নিতে পারলেই ভালো লাগে। এই প্রথম এমন একটি কাজে অংশ নিলাম। অবশ্যই ভালো লাগছে। এ দেশের আর দশজন মানুষের মতো আমরাও চেষ্টা করি বিশ্বের দরবারে বাংলাদেশকে তুলে ধরতে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ