শেষ লগনে আলুর দাম পেয়ে কৃষকরা খুশি

Potato আলুরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ আবহাওয়া অনুকূলে থাকার কারণে এবার আলুর বাম্পার ফলন হয়েছে। মৌমুমের শুরু থেকে আলুর ফলন ভালো হওয়ার পাশাপাশি এখন দাম ভালো পাওয়ায় বেজায় খুশি চাষিরা।

চলতি বছরেরর শুরুতে ঘন কুয়াশা থাকলেও আলু চাষের ওপর কোনো বিরূপ প্রভাব ফেলতে পারেনি। আবহাওয়া অনুকূলে থাকায় রোগ বালাই ও পোকামাকড়ের আক্রমণ ততটা দেখা না যাওয়ায় আলুর ফলন হয়েছে বাম্পার।

মৌসুমের শুরুতে ১-২ টাকা কেজি দামে আলু বিক্রি হলেও বর্তমানে ১০-১৫ টাকা দামে আলু বিক্রী হওয়ায় লাভের  মুখ দেখছে আলু চাষীরা। মৌসুমের শুরুতে ন্যায্য দাম না থাকায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীরা লোকসানের হিসেব গুনেই আলু বিক্রি করায় তারা নায্য দাম থেকে বঞ্চিত হয়। মাঝারী ও বড় চাষীরা তাদের উৎপাদিত আলু রেখে বর্তমানে তা চড়া দামে বিক্রি করে লাভের হিসেব গুনছে।

আলুর স্থাণীয় চাহিদা পূরণ করে উদ্বৃত্ত আলু সংরক্ষণের উদ্যোগ নিয়েছে অনেকে। আলুর দাম ভালো পাওয়ায় অনেকে লোকসানের ঝামেলা কাটিয়ে উঠতে পেরেছে বলে আলু চাষীরা জানান।

ঠাকুরগাও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বেলায়েত হোসেন জানান, আলু ক্ষেত পোকা মাকড় ও রোগমুক্ত এবং মাঠ পর্যায়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আলু চাষীদের সার্বিক সহযোগিতা করার ফলে আলুর বাম্পার ফলন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ