কারানের জন্য বনসালিকে দীপিকার না

deepika padukon

বিনোদন ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ কারান জোহরের ‘শুদ্ধি’ সিনেমার জন্য সঞ্জয় লীলা বনসালিকে ফিরিয়ে দিয়েছেন দীপিকা পাড়ুকোন।

মিড ডে এক প্রতিবেদনে জানায়, বর্তমানে কারান জোহরের প্রযোজনায় ‘শুদ্ধি’ সিনেমার শিডিউল মেলাতে ব্যস্ত দীপিকা। সে কারণেই বনসালি তাকে ‘বাজিরাও মাস্তানি’-তে অভিনয়ের প্রস্তাব দিলে তা ফিরিয়ে দেন দীপিকা।

দীপিকার এক ঘনিষ্ট সূত্র জানায়, বনসালি তার সিনেমার শুটিংয়ের জন্য যে তারিখ নির্ধারণ করেছেন ওই সময় কারানের ‘শুদ্ধি’ সিনেমার শুটিং শুরু হবে। আর সে কারণেই মাস্তানি চরিত্রে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন দীপিকা।

‘গোলিও কি রাসলীলা: রাম-লীলা’ সিনেমার পর এই দ্বিতীয়বার বনসালি দীপিকার সঙ্গে কাজ করার প্রস্তাব দেন। তবে ব্যস্ততার কারণেই দীপিকা ফিরিয়ে দিয়েছেন তার ক্যারিয়ারে অন্যতম সফল সিনেমার পরিচালককে।

কারান জোহর প্রযোজিত এবং কারান মালহোত্রার পরিচালনায় ‘শুদ্ধি’ সিনেমায় প্রথমে জুটি বাঁধার কথা ছিল অভিনেতা হৃত্বিক রোশান এবং কারিনা কাপুর খানের। তবে কারিনার বদলে সিনেমাটিতে অভিনয় করবেন দীপিকা।

অন্যদিকে দীপিকা ‘বাজিরাও মাস্তানি’-তে মাস্তানির চরিত্রে অভিনয় না করার সিদ্ধান্ত নেওয়ায় সুযোগটি লুফে নিতে চাইছেন কারিনা। যদিও কোনোকিছুই এখনও চূড়ান্ত হয়নি বলে জানানো হয়েছে বনসালির অফিস থেকে।

 

দীর্ঘ ১৫ বছর ধরে চলে আসছে বনসালির এই পরিকল্পনা। ২০০২ সালে প্রথম আনুষ্ঠানিকভাবে সিনেমাটি নির্মাণের বিষয়ে জানান বনসালি। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে কে অভিনয় করবেন তা নিয়েও জল্পনা কল্পনার সীমা নেই। বনসালি প্রথমে ‘হাম দিল দে চুকে সানাম’ সিনেমার হিটজুটি সালমান খান এবং ঐশ্বরিয়া রাইকে নিয়ে সিনেমাটি নির্মাণের পরিকল্পনা করেন।

তবে তা আর হয়ে ওঠেনি। সম্প্রতি গুঞ্জন শোনা গিয়েছিল বনসালির সদ্যমুক্তিপ্রাপ্ত ‘গোলিও কি রাসলীলা: রাম-লীলা’ সিনেমার অভিনেতা রনভির অভিনয় করবেনন বাজিরাও-এর চরিত্রে।

এদিকে নতুন গুঞ্জন শোনা যাচ্ছে বাজিরাওয়ের চরিত্রে অভিনয় করবেন অজয় দেবগন আর তার স্ত্রী কাশীবাই-এর চরিত্রে অভিনয় করবেন প্রিয়াঙ্কা চোপড়া। আর মাস্তানির চরিত্রের জন্য আগ্রহ প্রকাশ করেছেন কারিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ