চট্টগ্রামে গার্মেন্টস পল্লী স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

montrisova PM Cabinet shekh hasina শেখ হাসিনা মন্ত্রিসভাসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ চট্টগ্রাম উপকূলীয় এলাকায় গার্মেন্টস শিল্প পল্লী স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাণিজ্য মন্ত্রণালয়কে এর সম্ভাব্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

সোমবার সকালে মন্ত্রিসভার বৈঠকে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রী পরিষদ কক্ষে বৈঠক অনুষ্ঠিত হয়।

প্র্রধানমন্ত্রী সমুদ্র উপকূলীয় এলাকায় খাস জমি নির্ধারণের নির্দেশনা দেন। এসব এলাকা নিচু হওয়ার কারণে ড্রেজিংয়ের বালি দিয়ে উঁচু করে এটি বাস্তবায়ন করা সম্ভব বলে জানান তিনি।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক মন্ত্রী জানান, সভায় প্রধানমন্ত্রী গার্মেন্টস সামগ্রী সঠিক সময়ে বিদেশে পাঠানোর কথা বলেন। এ জন্য ঢাকা বা ঢাকা ভিত্তিক ইপিজেডের মতো করে চট্টগ্রামের গার্মেন্টস পল্লী করা প্রয়োজন বলে উল্লেখ করেন শেখ হাসিনা।

মন্ত্রিসভার বৈঠকৈ অনির্ধারিত আলোচনায় এসব নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ, নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান এবং পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদের দৃষ্টি আকর্ষণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ