গুলি করে সাড়ে ৯ লাখ টাকা ছিনতাই সিদ্ধিরগঞ্জে

gun gulibiddho গুলিবিদ্ধরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ জেলার সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে গ্রামীণফোনের বিক্রয় প্রতিনিধি শাহীন মাহমুদকে (২৫) গুলি করে সাড়ে ৯ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। রোববার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাদানীনগর এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ গুরুতর আহত শাহীনকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত শাহীন মামুদ ফতুল্লার হাজীগঞ্জ এলাকার মোশারফের ছেলে। এ সময় তার সঙ্গে থাকা সহযোগী আরেক বিক্রয় প্রতিনিধি রিয়াজুল (৩৭) অক্ষত ছিলেন। রিয়াজুল একই থানার দেওবোগ এলাকার নূরুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, বিভিন্ন জায়গা থেকে টাকা সংগ্রহ করে রিয়াজুল ইসলাম রোমান ও শাহীন মাহমুদ সানারপাড় থেকে রিকশা যোগে মাদানীনগর এলাকায় যাচ্ছিল। রিকশাটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢালে পৌঁছলে পিৎ রঙের এক্স করোলা (ঢাকা-মেট্রো ঘ-১৩-৪৩৬৯ নং) একটি প্রাইভেটকার দিয়ে আসা ৫-৬ জন অস্ত্রধারী ছিনতাইকারী রিকশার গতিরোধ করে। এসময় দু’বিক্রয় প্রতিনিধির কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে শুরু হয় ধস্তাধস্তি। একপর্যায়ে ছিনতাইকারীরা শাহীন মাহমুদকে গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে ৭-৮ রাউন্ড ফাকা গুলি করে চলে যায়। শাহীনের ডান পায়ের হাটুর নিচে একটি, হাটুর ওপরে একটি ও বাম পায়ের হাটুর নিচে একটি মোট তিনটি গুলি লাগে। ছিনিয়ে নেওয়া ব্যাগে নগদ ৯ লাখ ৩ হাজার টাকা, ২৫ হাজার টাকার ক্যাশকার্ড ছিল।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (ওসি) আবদুল মতিন ছিনতাইয়ের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ছিনিয়ে নেওয়া টাকা উদ্ধার ও ছিনতাইকারীদের গ্রেফতার করার চেষ্টা চলছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ