শ্যালিকাকে ধর্ষণ, দুলাভাইকে গণধোলাই

baby rep shishu dhorshon শিশু ধর্ষণরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ঢাকার সাভারের উত্তর হেমায়েতপুর এলাকায় দুলাভাইয়ের বিরুদ্ধে ১২ বছরের শিশু শ্যালিকাকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষিতাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার সকালে এ ঘটনার পর উত্তেজিত জনতা অভিযুক্তকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

হাসপাতাল সূত্র জানায়, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উত্তর হেমায়েতপুর এলাকায় শফিকুল ইসলাম তার ১২ বছরের শ্যালিকাকে ধর্ষণ করেন। মেয়েটির চিৎকারে স্থানীয় লোকজন শফিকুলকে আটক করে পুলিশের দেয়। পরে মেয়েটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি)-তে ভর্তি করা হয়।

সাভার মডেল থানার ওসি মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ