বাংলাদেশের নেপাল পরীক্ষা

Bangladesh-Cricket-Team-during-practiceস্পোর্টস ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ প্রধান প্রতিপক্ষ ছিল আফগানিস্তানই। বিশ্ব টি-টোয়েন্টির উদ্বোধনী ম্যাচে তদের গুঁড়িয়েই দিয়েছে বাংলাদেশ। তাই বলে এক জয়েই সুপার টেন নিশ্চিত হয়ে যায়নি তাদের। এজন্য জিততে হবে অন্য দুটি ম্যাচও। এর প্রথমটিতে মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। প্রথম ম্যাচে হংকংকে ৮০ রানে বিধ্বস্ত করেছে নেপালিরা। তাই তাদের বিপক্ষে সতর্ক হয়েই খেলার কথা বললেন সাকিব আল হাসান,‘ওদের খেলা ইউটিউবে দেখছি। পাশাপাশি ওদের খেলার ভিডিও দেখবো। নিজেদের মধ্যে আলোচনা তো হবেই। আমার মনে হয় প্রতিপক্ষের চেয়ে নিজেরা কতটা ভালো করতে পারি সেটা নিয়ে ভাবা বেশি গুরুত্বপূর্ণ। আফগানিস্তানের মতো খেলতে পারলে তেমন সমস্যা হওয়ার কথা নয়।’

আফগানিস্তানের বিপক্ষে জয় নিয়ে কোন শংকা ছিল না বলেই সাকিব জানালেন আরও একবার,‘ ম্যাচটা ভীষণ গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য। কারণ টুর্নামেন্টটা ভালোভাবে শুরু করা খুব জরুরি ছিল। সেদিক থেকে এই জয় আনন্দের ও স্বস্তির। একই সঙ্গে চাপ থেকে মুক্তিরও। নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে আফগানিস্তান আমাদের সামনে দাঁড়ানোর মতো দল নয়। একটা ম্যাচে ঐ রকম হতেই পারে। আমরা খুব নির্ভার ছিলাম। দলের সবাই জানতো, আজ আমরা জিতবোই। তেমনি নেপালকে হারানোর ব্যাপারেও শংকা নেই কারও মধ্যে।’

প্রথম ম্যাচ সহজে জেতায় নেপালের বিপক্ষেও একই একাদশ নিয়ে খেলার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। তবে মমিনুল কক্সবাজারের ছেলে বলে মাহমুদুল্লাহর জায়গায় সুযোগ হলেও হতে পারে তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ