রিমোট হবে আংটি

Ring আংটিসাইফ মাহমুদ, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ কাজকে কিভাবে সহজ ও সাবলিল করা যায় এর জন্য প্রতিনিয়ত তৈরি হচ্ছে নিত্যনতুন প্রযুক্তি। এবার এ প্রযুক্তিতে যুক্ত হয়েছে আংটি। টিভি চালু বা বন্ধ করা, চ্যানেল পরিবর্তন কিংবা স্মার্টফোনের কল রিসিভের কাজটি করে দিবে আংটির মতো ক্ষুদ্র একটি ডিভাইস।

আংটিটি আঙুলে পরে এ কাজগুলো করা যাবে। এ আংটি ব্যবহারকারীর তালুকে করে তুলবে একটি নেভিগেটর বা নিয়ন্ত্রক ক্ষুদ্র হার্ডওয়্যার। ডিভাইসটির দাম ১২০ ডলার। ভারতের কেরালার ২৩ বছর বয়স্ক এক ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী এটি তৈরি করেছেন। বিশ্বের বিভিন্ন জায়গা থেকে অনলাইনে এরই মধ্যে পণ্যটি কিনেছে দেড় হাজারেরও বেশি মানুষ। এটি আঙুলে পরলে এর ভেতরের সেন্সরটি আঙুলের প্রতিটি ইশারা শনাক্ত করতে পারবে।

স্মার্টফোনে কল ধরা, চলতে থাকা গানের লিস্ট অন্য গানে জাম্প করা, ফোনকে সাইলেন্ট করা ও জরুরি সতর্কতা বার্তা পাঠানো যাবে। এটি কার্যকর হবে শারীরিক প্রতিবন্ধীদের জন্য। আঙুলের সাহায্যে ম্যাপ ব্যবহার, নম্বর ডায়াল এবং এসএমস পড়া ও হুইল চেয়ার নিয়ন্ত্রণেও কাজ করবে এটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ