রজনি- জ্যাকি এক সাথে

image_31266_0

এশিয়ার দুই ফিল্ম ইন্ডাস্ট্রি সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া দুই তারকা রজনীকান্ত ও জ্যাকি চ্যান। এই দুই অ্যাকশন হিরো নাকি এবার একসঙ্গে অভিনয় করতে চলেছেন দক্ষিণী ছবিতে।

এর আগেও একবার শোনা গিয়েছিল যে হংকং ও হলিউডের মার্শাল আর্ট স্টার জ্যাকি চ্যান এবং বলিউড স্টার রজনীকান্ত একসঙ্গে অভিনয় করতে চলেছেন। ছবিটি পরিচালনার করবেন দক্ষিণী পরিচালক শঙ্কর। তবে পরবর্তীতে সেটা আর হয়নি।
এখন আবার বলিউডকে টেক্কা দিতে শোনা যাচ্ছে দক্ষিণী ইন্ডাস্ট্রিকে। এবার নাকি সত্যিই তারা এই ফিল্মস্টারকে এক পর্দায় হাজির করছেন। এরই মধ্যে নাকি দুই অভিনেতাই চুক্তিতে স্বাক্ষর করেছেন। আর এই ছবিটি পরিচালনা করতে যাচ্ছেন কে বালাচন্দর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ