কঙ্গনার অভিনয়ে ঈর্ষান্বিত দীপিকা

Depika kangana দীপিকা কঙ্গনাবিনোদন ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ২০১৩ জুড়ে ছিলো দীপিকা পাড়ুকোনের জয়জয়কার। তার অভিনয়ের দক্ষতার কথা কারো অজানা নয়। কলেজ ছাত্রী থেকে শুরু করে গুজরাটি, তামিল সব ধরনের চরিত্র সহজেই মানিয়ে নিয়েছেন তিনি। এরপরও অপর এক নায়িকার অভিনয়ে মুগ্ধ হয়ে ঈর্ষা প্রকাশ করলেন দীপিকা।

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র কঙ্গোনা রানাওয়াতের ‘কুইন’ দেখে দীপিকার হাস্যোজ্জ্বল মন্তব্য, ‘কুইন’ দেখতে দেখতে তার নাকি কঙ্গনার ওপর রীতিমতো ঈর্ষা হচ্ছিল৷ তার মনে হয়েছে, এই ছবিতে কঙ্গনা রানাওয়াত অসাধারণ অভিনয় করেছেন।

দীপিকা বলেছেন, অনেক চমৎকার একটি সিনেমা এটি। সিনেমাটিতে একটি মেয়ের আবেগকে তুলে ধরা হয়েছে। আমার দেখা সিনেমার মধ্যে এটি সবচেয়ে অসাধারণ।

গত ৭ মার্চ মুক্তি পেয়েছে ‘কুইন’। দর্শক থেকে শুরু করে সমালোচক পর্যন্ত সকলের প্রত্যেকের মনেই জায়গা করে নিয়েছে চলচ্চিত্রটি। অবশ্য এর গল্পটিতেও বেশ বৈচিত্র্য রয়েছে। গল্পটি হলো: একজন নারী মধুচন্দ্রিমা উদযাপন করতে একাই ঘুরতে গেছেন আর এই যাত্রার মধ্যে দিয়ে তিনি নিজের অস্তিত্বকে খুঁজে পান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ