বিটিভি ক্যামেরাম্যান খুন

image_31235_0

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ক্যামেরাম্যান শহীদুল ইসলাম নিজ ব্যবসা প্রতিষ্ঠানে খুন হয়েছেন।

মঙ্গলবার সকালে উত্তরা ১০ সেক্টরের ১২ নম্বর রোডের ৫৫ নম্বর বাড়িতে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে পুলিশ খবর পেয়ে হাত-পা বাঁধা অবস্থায় শহীদুলের লাশ উদ্ধার করে।

তার শরীরে জখমের চিহ্ন রয়েছে। মুখমণ্ডল ছিল রক্তাক্ত।

জানা গেছে, ওই অফিসে ২ থেকে ৩ জন কর্মচারীসহ শহীদুল রাতযাপন করেন। সকালে কর্মচারীরা বাসা থেকে বের হয়ে যাওয়ার সময় বাসার সিকিউরিটি গার্ডকে বলে যায়, ‘বস ঘুমাচ্ছে, তাকে এখন ডাকার দরকার নেই।’

পরে অন্য একজন কর্মচারী অফিসে এসে হাত-পা বাঁধা অবস্থায় শহীদুলের লাশ পড়ে থাকতে দেখে। এ ঘটনার পর থেকে ওই কর্মচারীদের আর পাওয়া যাচ্ছে না।

উত্তরা জোনের ডিসি নিশারুল আরিফ  জানান, নিজ ব্যবসা-প্রতিষ্ঠান মিডিয়া ভিশন থেকে শহীদুলের লাশটি উদ্ধার করা হয়। লাশের সুরতহাল করা হচ্ছে। পরে মর্গে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ