বিএনপির তিন নেতার ৬ সপ্তাহের আগাম জামিন

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানের ছয় সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। বিচারপতি নাঈমা হায়দার ও জাফর আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ রোববার এ জামিন মঞ্জুর করেন।

এ আগে গত বৃহস্পতিবার আইনজীবী ছাগির হোসেন লিয়ন এ তিনজনের পক্ষে জামিন আবেদন করেন। জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যডভোকেট জয়নুল আবেদিন।

প্রসঙ্গত, গত বছরের ২৯ ডিসেম্বর ১৯ দলীয় জোটের ডাকা রোড ফর ডেমোক্রেসি কর্মসূচির দিনে একজন মারা যান। ওই ঘটনায় এর পরদিন রামপুরা থানায় তাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। ওই হত্যা মামলায় পরিপেক্ষিতে তাদের পক্ষে জামিন আবেদন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ