আইফেল টাওয়ারে হামলার হুমকি

paris-france-eiffel-tower

পৃথিবীর অন্যতম দর্শনীয় স্থাপত্য আইফেল টাওয়ার বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে এক অজ্ঞাত ব্যক্তি।

ফরাসি পুলিশ জানিয়েছে, শনিবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় প্যারিসের এক শহরতলি থেকে ফোন করে টাওয়ার অপারেটরের কাছে এ হামলার হুমকি দেওয়া হয়।

হুমকির পর সেখান থেকে প্রায় ১৪শ পর্যটককে সরিয়ে নেওয়া হয় এবং আইফেল টাওয়ার এলাকা ঘিরে রাখা হয়। পুলিশ তল্লাশি চালিয়ে সন্দেহজনক কিছু না পেয়ে আড়াই ঘণ্টা পর প্রদর্শনীর পুনরায় খুলে দেয়।

হামলার হুমকির বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে ফরাসি পুলিশ।

এদিকে এ হুমকির পরিপ্রেক্ষিতে পুরো ফ্রান্স জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।

সম্প্রতি আফ্রিকান দেশ মালিতে জঙ্গি বিরোধী অভিযান পরিচালনা করছে ফরাসি বাহিনী। এতে ক্ষুব্ধ হয়ে আল-কায়েদা সমর্থিত ওই জঙ্গিগোষ্ঠিগুলো ফ্রান্সে হামলার হুমকি দিয়ে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ