টানা ১৯ ম্যাচে গোল মেসির

Lionel-Messi-11

শনিবার সেল্টা ভিগোর সঙ্গে ২-২ গোলে ড্র করেছে প্রতাপশালী দল বার্সেলোনা। তবে ম্যাচ শেষে বার্সার পয়েন্ট খোয়ানোটা বড় খবর থাকেনি এদিন। বরং অন্য আলোয় ঝলমলে চেহারাটি দেখিয়েছেন বার্সা স্টার লিওনেল মেসিই। স্প্যানিশ প্রিমিয়ার লীগের এই ম্যাচে গোল পেয়েছেন এ আর্জেন্টাইন। আর এতে রেকর্ডে উঠে গেছেন অন্য এক উচ্চতায়। এ নিয়ে টানা ১৯ ম্যাচে গোল পেলেন মেসি। আর মেসি এ সময় গোল পেলেন লা লিগার ভিন্ন ১৯ দলের বিপক্ষে।  লা লিগার শতবছরে এমন কৃতিত্ব দেখা যায়নি। এই ১৯ ম্যাচে মেসি গোল করেছেন ৩০টি। আর চরতি লীগে মোট গোল ৪৩। শনিবারের ড্রতে দ্বিতীয় স্থানের দল রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েংন্ট ব্যবধান কমলেও বার্সেলোনার শিরোপা সম্ভাবনা কমছেনা আপাতত। ২৯ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে রিয়ালকে বার্সা এখনও পেছেনে রেখেছে ১৩ পয়েন্টে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ