অবশেষে আজই মুক্তি পাচ্ছে গুলাব গ্যাং

বিনোদন ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ মুক্তির জন্য নির্ধারিত দিনের আগেই গুলাব গ্যাং- এর ওপর থেকে স্থগিতাদেশ তুলে নিল দিল্লি হাইকোর্ট। তাই আজ শুক্রবার ৭ মার্চ আন্তর্জাতিক নারী দিবসের সন্ধ্যায়ই মুক্তি পাবে মাধুরী দীক্ষিত, জুহি চাওলা অভিনীত ছবিটি।

সম্পত লাল দেবী ও তাঁর গুলাবি গ্যাং-এর কাহিনি নিয়ে ছবি গুলাব গ্যাং। উত্তর প্রদেশের গ্রামের অনাচার, অত্যাচারের বিরুদ্ধে লড়াই করে সম্পতের নেতৃত্বে গুলাবি গ্যাং। ছবির বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছিলেন সম্পত। তার অভিযোগ ছিল, ছবি তৈরির আগে তার অনুমতি নেননি প্রযোজকরা। এমনকী, ছবিতে এমন অনেক কিছু তার ব্যাপারে দেখানো হয়েছে যা অসত্য। ছবির বিষয়বস্তু নিয়েও ক্ষোভ রয়েছে সম্পতের। ছবিতে কিছু দৃশ্য তার ভাবমূর্তি নষ্ট করবে বলে আর্থিক ক্ষতিপূরণও দাবি করেছেন সম্পত।

অন্যদিকে ছবির প্রযোজকরা সম্পতের উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ছবির প্রযোজকরা। তাদের বক্তব্য সস্তা প্রচার পাওয়ার জন্য ছবি মুক্তির আগের দিন অপেক্ষা করেছেন সম্পত। যেখানে গত বছরের মার্চ মাস থেকেই উনি গুলাব গ্যাং সম্পর্কে জানতেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ