তরুণীদের পছন্দের সাত বিষয়

বিনোদন ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ   রূপালি জগতের ঝলমলে চরিত্র, জনপ্রিয় তারকা কিংবা লাজুক ব্যক্তি, সবই থাকে টিনেজ মেয়েদের পছন্দের তালিকায়। শিক্ষা প্রতিষ্ঠানের সব মেয়েই আলাদাভাবে গড়ে ওঠে। তারপরেও সবার কিছু দিক দিয়ে মিল থাকে। এসব মিল থাকা মানে কোনো অস্বাভাবিক বিষয় নয়, এটাই স্বাভাবিক।

১. ভ্যাম্পায়ার

বিভিন্ন সিনেমা ও টিভি সিরিয়াল দেখে তরুণীরা এখন পছন্দ করে ভ্যাম্পায়ার চরিত্র। টোয়াইলাইটের মতো সিনেমা এক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছে। অনেকেই একে বন্ধুদের মাঝে অস্বীকার করতে পারেন। কিন্তু বাস্তবে গোপনে তরুণীদের পছন্দ এসব ফ্যাকাসে অবাস্তব চরিত্রকেই। আর সবার সঙ্গে তাল মিলিয়ে এ ধারায় অস্বাভাবিক কিছুই নেই।

২. কেনাকাটা

তরুণীরা কেনাকাটা করতে পছন্দ করে কারণ তারা পুতুলের মতো পোশাক পরে থাকতে চায় না। তারা চায় নিজের পছন্দমতো পোশাক পরতে। এছাড়া যদি মা-বাবার কাছ থেকে টাকা পাওয়া যায় তাহলে ডজনখানেক পোশাক কিনে ফেলার স্বপ্ন কে না দেখে? তরুণীদের মধ্যে কেনাকাটা বা কেনাকাটার স্বপ্ন দেখা অতি সাধারণ বিষয় এবং এতে অস্বাভাবিক কিছু নেই।

৩. সিনেমা

কৈশোর পার হয়ে তরুণী হওয়ার পথে বহু মেয়েই সিনেমার ভক্ত হয়ে যায়। যখন তারা প্রায় তরুণী হয়ে ওঠে তখন তারা অনেকেই ডিজনির সিনেমার ভক্ত হয়ে ওঠে। এ সিনেমাগুলো দর্শককে করে তোলে নস্টালজিক।

৪. চকলেট

চকলেটে অ্যালার্জি না থাকা মানুষ মাত্রই চকলেট পছন্দ করে। অধিকাংশ তরুণীই চকলেট পছন্দ করে বেশ কয়েকটি কারণে। এটি সেরোটোনিন ও ব্লাড সুগার লেভেল বাড়িয়ে দেয়। ফলে মানুষের মুড ভালো হয়। এটি তরুণীদের মুড সত্যিই ভালো করতে পারে। এছাড়া চকলেটের স্বাদও অনন্য। ফলে চকলেটপ্রিয়তা কোনো অস্বাভাবিক বিষয় নয়। আর তরুণীদের পক্ষে তো এটি একেবারেই স্বাভাবিক বিষয়।

৫. নাচানাচি করা

স্কুলের নাচের অনুষ্ঠানে যেসব মেয়েদের কোনো পাত্তাই পাওয়া যায় না, তাদের কিন্তু ঠিকই বাড়িতে নাচতে দেখা যায়। যেখানে কেউ থাকেনা দেখার সেখানেই শুরু হয় এসব গান ও নাচের অনুষ্ঠান। নাচ এমন এক বিষয় যা কোনো তরুণই বাদ দিতে পারে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ