আমিরের পরামর্শ গ্রহণ করলো ভারত সরকার

বিনোদন ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ   ক্রমেই ভারতে বাড়তে থাকা ধর্ষণ এবং তা থেকে প্রতিকারের পরামর্শ আমির খানের কাছ থেকে গ্রহণ করল ভারত সরকার৷ সত্যমেভ জয়তের দ্বিতীয় সিজনের প্রথম এপিসোডে বলিউড অভিনেতা আমির খান যৌন নির্যাতনের শিকার মহিলাদের চিকিৎসার জন্য একটি অভিন্ন ব্যবস্থার দাবি জানিয়েছিলেন।

পাশাপাশি ধর্ষণ নির্ণয়ে বহুকাল ধরে প্রচলিত অমানবিক ‘টু ফিঙ্গার টেস্ট’ পরীক্ষা অবলুপ্তির দাবিও করেন এই বলিউড তারকা৷ এর ৪৮ ঘণ্টার মধ্যেই বিতর্কিত এই টু ফিঙ্গার টেস্ট বাতিল করার সিদ্ধান্ত জানিয়ে এক নির্দেশনা জারি করেছে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে মঙ্গলবার জারি হওয়া ওই নির্দেশনায় দেশের সবকটি হাসপাতালে যৌন হয়রানির শিকার নারীদের চিকিৎসার জন্য একটি বিশেষ কেবিন তৈরি করতে হবে৷ অন্যান্য চিকিৎসার পাশাপাশি তাদের মানসিক অবস্থা খতিয়ে দেখে প্রয়োজনীয় কাউন্সেলিংয়ের ব্যবস্থা করারও নির্দেশ দেওয়া হয়েছে৷ এ ছাড়াও নির্দেশনায় পরিষ্কার বলা হয়েছে, যৌন নির্যাতনের শিকার কোনো নারী হাসপাতালে এলে পুলিশে এফআইআরের বদলে আগে তার চিকিৎসার ব্যবস্থা করবে। ওই বিশেষ কেবিনেই থাকবে ফরেন্সিক নমুনা সংগ্রহের ব্যবস্থাও৷ কোন কোন ফরেন্সিক নমুনা সংগ্রহ করা হল তা নির্দিষ্ট ফর্মে লিখে রাখতে হবে।

ওই নির্দেশনায় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে নির্যাতিত মহিলার গোপনীয়তার ওপর৷ ফলে ওই বিশেষ কেবিনে যেখানে নির্যাতিতার চিকিৎসা হবে সেখানে চিকিৎসক ও নার্স ছাড়া অন্য কেউ থাকতে পারবেন না৷ যদি চিকিৎসক পুরুষ হন, তবে বাধ্যতামূলকভাবেই সেখানে থাকবেন একজন মহিলা অ্যাটেন্ডেন্ট৷ ওই বিশেষ কেবিনেই থাকবে জামাকাপড়৷ উন্নতমানের চিকিৎসার জন্য হাসপাতালগুলোতে বিশেষ ব্যবস্থা রাখতে হবে৷

তবে পুরো চিকিৎসা পদ্ধতি শুরুর আগে প্রয়োজন পড়বে নির্যাতিতার সম্মতির৷ নির্যাতিতার বয়স ১২ বছরের কম হলে বা সম্মতি দেওয়ার মতো অবস্থায় না থাকলে, তার হয়ে সম্মতি দেবেন মা-বাবা৷ চিকিৎসা পদ্ধতি সম্পূর্ণ জানিয়ে তবেই শুশ্রূষা শুরু করতে হবে চিকিৎসককে৷ এ বিষয়ে বিস্তারিত তথ্য মিলবে যৌন নির্যাতন ইস্যুতে কাজ করা এনজিওর কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ