জঙ্গি ছিনতাইকারীদের চিহ্নিত করা হয়েছে

সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ত্রিশালে পুলিশকে গুলি করে তিন জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজকক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, গাজীপুরের হাই সিকিউরিটি কারাগার থেকে ময়মনসিংহ আদালতে নেওয়ার সময় ত্রিশালে তিন জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনায় কারা জড়িত ছিল বা কারা নেতৃত্ব দিয়েছে, তা আইডেন্টিফাই করা হয়েছে।

জড়িতদের পরিচয় জানতে চাইলে সাংবাদিকদের কিছু বলতে অস্বীকৃতি জানান আসাদুজ্জামান খান কামাল। তিনি এ বিষয়ে সময় এলে জানানো হবে বলে জানান।

প্রতিমন্ত্রী বলেন, তিন জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিভাগীয় কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ওই ঘটনার তদন্ত প্রতিবেদন হাতে এসেছে। এখন প্রতিবেদনে কী কী সুপারিশ করা হয়েছে, তা দেখা হচ্ছে। প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনায় কারা জড়িত, প্রতিবেদনের উল্লেখ আছে। এর মধ্যে যুক্তিসঙ্গত যেগুলো, সেগুলো আমলে নেওয়া হবে। জঙ্গিদের ব্যাপারে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তিনি আশা প্রকাশ করে বলেন, পালিয়ে যাওয়া তিনজনের মধ্যে একজনকে ধরা হয়েছে। বাকি দুজনকে ধরার চেষ্টা চলছে। তারা ভারতে যেন পালিয়ে যেতে না পারে, সে জন্য বিশেষ সতর্কতা জারি আছে।

রোববার জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত কমিটি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। ওই প্রতিবেদনে পুলিশ ও কারা কর্তৃপক্ষের গাফিলতির কথা বলা হয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ