মেলায় ৮০ কোটি টাকার রফতানি আদেশ

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ  ১৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এবার রফতানি আদেশ পাওয়া গেছে ৮০ কোটি ৪৪ লাখ টাকার। এছাড়া ভ্যাট আদায় এক কোটি ৫০ লাখ টাকা হবে বলে আশা করছেন মেলা কর্তৃপক্ষ।

সোমবার মেলার সমাপনি অনুষ্ঠনে এ কথা জানান, রফতানি উন্নয় ব্যুরোর ভাইস চেয়ারম্যান শুভাশিষ বসু।

সমাপনি অনুষ্ঠানে তিনি আরো বলেন, সকলের  সহযোগিতা ও অনুপ্রেরণায় এবারের মেলার সফল সমাপ্তি ঘটেছে। মেলার অভিজ্ঞাতাকে কাজে লাগিয়ে আগামী রপ্তানি বাণিজ্যের জন্য এগিয়ে যেতে ভূমিকা রখবে।

তিনি বলেন, রফতানি বাণিজ্যের কিছুটা দুর্বলতা রয়েছে।সেগুলো দূর করে রফতানিকে এগিয় নিতে সক্ষম হবে বাংলাদেশ। পশাপাশি সরকাররে যুগোপোযোগী পদক্ষেপের ফলে রফতানিবাধা সমুহ দূর হচ্ছে।

এ সময় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সভাপতি কাজী আকরাম বলেন, দেশে এক ধরনের রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে মেলা শুরু হলেও শেষ পর্যন্ত জমজমাট হয়েছ।মেলার মধ্য দিয়ে ব্যবসা বাণিজ্যে দীর্ঘ দিনের স্থবিরতা কেটেছে।

Leave a Reply

Facebook
%d bloggers like this:
ব্রেকিং নিউজ