শহীদ ছাত্রনেতা কায়সারের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক (চট্টগ্রাম), এবিসিনিউজবিডি, (২৬ ডিসেম্বর) : বিশিষ্ট ছাত্র নেতা, চট্টগ্রাম ওমর গণি এম.ই.এস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাবেক ছাত্র-মিলনায়তন সম্পাদক কায়সার হোসেনের আজ (সোমবার) ছিলো ২৪তম মৃত্যুবার্ষিকী। দিবসটিতে তাকে স্মরণ করে ওমর গণি এম.ই.এস কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস (সাধারণ সম্পাদক) আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবরের নেতৃত্বে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ তার কবরে শ্রদ্ধা জানিয়েছেন। শ্রদ্ধার্ঘ্য অর্পণের পর নেতৃবৃন্দ সেখানে মিলাদ মাহফিলে অংশ নেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।

এ সময় উপস্থিত ছিলেন- চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি এম আর আজিম, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু, চট্টগ্রাম মহানগর যুবলীগের সহ-সভাপতি নুরুল আনোয়ার, সাবেক ছাত্রনেতা জাফর উল্লাহ, লিটু দাস বাবলু, রাজিব দত্ত রিংকু, আসিফ মুন্না, নগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মনোয়ার জাহান মনি, হাবিব উল্ল্যাহ নাহিদ, কাজী আলমগীর, ফারুকুল ইসলাম অংকুর, মো. দেলোয়ার প্রমুখ।

শহীদ ছাত্রনেতা কায়সার হোসেনকে স্মরণ করে ওমর গণি এম.ই.এস কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর বলেন ‘শহীদ ছাত্রনেতা কায়সার হোসেন ছিলেন অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ছাত্রনেতা। প্রগতির চাকা সচল রাখতে শহীদ ছাত্রনেতা কায়সার হোসেন রাজপথে অনেক ত্যাগ স্বীকার করেছেন। তার নেতৃত্ব বর্তমান ছাত্রলীগ নেতৃবৃন্দকে রাজপথে অনুপ্রেরণা যোগাবে।’

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি এম আর আজিম বলেন ‘শহীদ ছাত্রনেতা কয়সার হোসেন বঙ্গবন্ধুর একজন আদর্শের উদীপ্ত সৈনিক ছিল, প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে সে সবসময় সোচ্চার ছিল, রাজপথে আন্দোলন সংগ্রামে সে সবসময় আমাদের সাথে অগ্রভাগে থাকতো।’

Leave a Reply

Facebook
%d bloggers like this:
ব্রেকিং নিউজ