বাংলাদেশ নিয়ে মার্কিন সিনেটে আবারও শুনানি মঙ্গলবার

আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ  বাংলাদেশের রাজনৈতিক ও শ্রম অধিকার পরিস্থিতি নিয়ে মঙ্গলবার আবার শুনানি হবে যুক্তরাষ্ট্রের সিনেট কমিটিতে। প্রসফেক্টস ফর ডেমোক্রেটিক রিকনসিলিয়েশন এন্ড ওয়ার্কার্স রাইটস ইন বাংলাদেশ’ শিরোনামের এই শুনানি ওয়াশিংটনের স্থানীয় সময় সকাল ১০টায় সিনেট ডির্কসেন-৪১৯ এ অনুষ্ঠিত হবে।

সোমবার সিনেট কমিটির ওয়েব সাইটে এ তথ্য প্রকাশ করা হয়। সিনেটর রবার্ট মেনেন্ডেজের সভাপতিত্বে শুনানিতে ২টি প্যানেল অংশগ্রহণ করবে। প্রথম প্যানেলে অংশ নেবেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল এবং শ্রম মন্ত্রণালয়ের ব্যুরো অব ইন্টারন্যাশনাল লেবার অ্যাফেয়ার্সের সহযোগী ডেপুটি আন্ডার সেক্রেটারি এরিক বিয়েল।

দ্বিতীয় প্যানেলে অংশ নেবেন ওয়াশিংটনভিত্তিক ‘এলায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেইফটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এলেন টশার এবং বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার সলিডারিটির নির্বাহী পরিচালক কল্পনা আকতার। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের সিনেট কমিটিতে এটি তৃতীয় শুনানি।

Leave a Reply

Facebook
%d bloggers like this:
ব্রেকিং নিউজ