কংগ্রেসের ইশতেহারে মুসলিম লিগের ছাপ আছে: মোদি

আন্তর্জাতিক ডেস্ক (ভারত), এবিসিনিউজবিডি, (৭ এপ্রিল ২০২৪) : ভারতের লোকসভা নির্বাচন সামনে রেখে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের ইশতেহারের সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

৬ এপ্রিল শনিবার রাজস্থানের পুষ্করে এক সমাবেশে মোদি বলেন, কংগ্রেসের ইশতেহার মিথ্যার ফুলঝুড়ি। এর প্রতিটি পৃষ্ঠায় ‘জাতিকে টুকরা টুকরা করার’ অভিপ্রায় স্পষ্ট হয়েছে।

সমাবেশে শ্রোতাদের সতর্ক করে ভারতের প্রধানমন্ত্রী বলেন, কংগ্রেসের ইশতেহার মুসলিম লিগের একটি শক্তিশালী ছাপ বহন করে। আবার এর কিছু অংশ বামপন্থীদের দ্বারা প্রভাবিত।

মোদি আরও বলেন, কংগ্রেসের ইশতেহারে এমন সব কাজকর্মের প্রতিফলন রয়েছে, যা স্বাধীনতা সংগ্রামকালে মুসলিম লিগের আচরণের মতো।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, কংগ্রেস জাতির ওপর মুসলিম লিগের আদর্শ চাপিয়ে দিচ্ছে। দলটির ইশতেহার দেশকে এক শতাব্দী পিছিয়ে দেওয়ার অ্যাজেন্ডা ছাড়া আর কিছুই নয়।

এর আগে উত্তর প্রদেশের সাহারানপুরে মোদি বলেন, মহাত্মা গান্ধীসহ অন্যদের যে কংগ্রেস, যেটি স্বাধীনতার জন্য লড়াই করেছিল, তা কয়েক দশক আগেই শেষ হয়ে গেছে। আজকের কংগ্রেসের দেশ গড়ার নীতি বা দৃষ্টিভঙ্গি কোনোটিই নেই।

Leave a Reply

Facebook
%d bloggers like this:
ব্রেকিং নিউজ