পাহাড়ে শান্তি ফেরানোর তাগিদ

আশিক মাহমুদ, এবিসিনিউজবিডি, ঢাকা (৭ এপ্রিল ২০২৪) : পাহাড়ে যেভাবে সন্ত্রাসী তৎপরতা চলছে, তা অত্যন্ত উদ্বেগজনক। গত ৪ এপ্রিল মঙ্গলবার রাতে রুমা উপজেলায় সোনালী ব্যাংকের ভল্টের তালা ভেঙে প্রায় দেড় কোটি টাকা লুট করেছে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)। এ সময় বাধা দেওয়ায় পুলিশ, আনসার বাহিনীর সদস্যদের মারধর করে ১৪টি অস্ত্র, মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা। লুট করে যাওয়ার সময় রাস্তা থেকে অপহরণ করে ব্যাংকের ম্যানেজার নেজাম উদ্দিনকেও। শুধু তাই নয়, পরদিন অর্থাৎ গতকাল দুপুরেও থানচি উপজেলা শহরের সোনালী ও বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখায় ডাকাতি হয়েছে।

এসব ব্যাংক ডাকাতির ঘটনা নিছক অপরাধই নয়, এ ধরনের তৎপরতা পাহাড়ে শান্তি ও দেশের সার্বভৌমত্বের জন্যও হুমকিস্বরূপ। উল্লেখ্য, ২০২২ সালের এপ্রিলে কেএনএফ বান্দরবানে আত্মপ্রকাশ করে। এরপর কেএনএফ সামাজিক যোগাযোগমাধ্যমে রাঙামাটি জেলার বাঘাইছড়ি, বরকল, জুরাছড়ি, বিলাইছড়ি এবং বান্দরবান জেলার রোয়াংছড়ি, রুমা, থানচি, লামা ও আলীকদম উপজেলার সমন্বয়ে পৃথক রাজ্যের দাবি করে। সংগঠনটি মূলত বম জনগোষ্ঠীনির্ভর হলেও তাদের দাবি, তারা পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি ও বান্দরবান অঞ্চলের ছয়টি জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব করছে। এগুলো হলো-বম, পাংখোয়া, লুসাই, খিয়াং, ম্রো ও খুমি। এ সংগঠনের সদস্যরাই এখন পাহাড়ে অশান্তির অন্যতম কারণ হয়ে উঠেছে। কেএনএফ সন্ত্রাসীরা সেনাবাহিনীর টহল দলের ওপর একের পর এক হামলা চালিয়ে চলেছে। শুধু তাই নয়, স্থানীয় তো বটেই, অনেক সময় পর্যটকদেরও অপহরণ করে মোটা অঙ্কের মুক্তিপণ আদায় করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

Leave a Reply

Facebook
%d bloggers like this:
ব্রেকিং নিউজ