গুন্ডে ছবিতে মুক্তিযুদ্ধের ইতিহাস অবমূল্যায়ন করা হয়েছে

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ  ভারতীয় চলচ্চিত্র ‘গুন্ডে’র মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস অবমূল্যায়ন করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক গাজী মাজহারুল আনোয়ার।

শনিবার দেওয়া এক বিবৃতিতে তিনি এই অভিযোগ করেন।

মাজহারুল আনোয়ার বলেন, মু্ক্তিযুদ্ধের একজন কলম সৈনিক হিসেবে আমি বিস্ময় প্রকাশ করছি। আমি নিজেও একজন চলচ্চিত্র নির্মাতা। সে দাবি নিয়ে ‘গুন্ডে’ ছবির কর্তৃপক্ষকে বলছি, ভ্রম সংশোধন করে দর্শককে বিভ্রান্তি থেকে মুক্তি দিন।

তিনি বলেন, প্রযোজক আদিত্য চোপরা, পরিচালক আলী জাফর এবং যশরাজ ফিল্মস পরিবেশিত ভারতীয় চলচ্চিত্র ‘গুন্ডে’ ছবিটি দেখে হোঁচট খেলাম।

তিনি বলেন, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ দুটোই আমাদের পরম গৌরবের অধ্যায়। এই বাংলাদেশকে নির্মাণ করতে আমাদের লক্ষ লক্ষ সংগ্রামী মানুষকে রক্ত দিতে হয়েছে। এ কথা সত্যি, মুক্তিযুদ্ধে আমরা ভারতের সহযোগিতা পেয়েছিলাম। ‘গুন্ডে’ ছবিতে পরিষ্কারভাবে বর্ণিত হয়েছে ভারত ও পাকিস্তানের তৃতীয় যুদ্ধে পাকিস্তানকে হারিয়ে ভারত এই বাংলাদেশকে জন্ম দিয়েছে। তাহলে এত ত্যাগ, এত সংগ্রাম, এত শহীদের রক্ত সবই কি বৃথা ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ