মুক্তি পেলেন সাদেক হোসেন খোকা

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ  জামিনে ছাড়া পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক সাদেক হোসেন খোকা। প্রায় আড়াই মাস পর তিনি ছাড়া পেলেন।

৯টি মামলার সর্বশেষটিতে রোববার হাই কোর্ট থেকে জামিন পান বিএনপির এই নেতা। ওই আদেশ পৌঁছনোর পর বুধবার বিকালে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে আসেন তিনি।

ঢাকার সাবেক মেয়র খোকাকে কারাফটকে শুভেচ্ছা জানাতে ফুল নিয়ে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর কমিটির সদস্য সচিব আবদুস সালাম, যুগ্ম আহ্বায়ক এম এ কাইয়ুম, আবদুল লতিফ, আলী আজগর মাতবর, আজিজুল্লাহ আজিজ, মো. মোহনসহ বিএনপির কয়েকশ’ নেতা-কর্মী।

বিএনপি নেতার ব্যক্তিগত সহকারী মনিরুল ইসলাম এবিসি নিউজ বিডিকে বলেন, কারা ফটক থেকে সরাসরি গুলশানের বাড়িতে রওনা হন খোকা।

দশম সংসদ নির্বাচনের আগে নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনের মধ্যে গত ৪ ডিসেম্বর উত্তরার একটি বাড়ি থেকে গ্রেপ্তার হন খোকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ