এমপি বদিকে জিজ্ঞাসাবাদ করছে দুদক

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ  কক্সবাজার-৪ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য আব্দুল রহমান বদিকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ রোববার সকাল ১০টায় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদ শুরু হয়। এর আগে সকাল নয়টা ৫৫ মিনিটে তিনি সেগুনবাগিচার দুদুক কার্যালয়ে আসেন। এমপি বদিকে জিজ্ঞাসাবাদ করছেন দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তা ও উপপরিচালক আহসান আলী।

এর আগে দুদকের অনুসন্ধান দল কক্সবাজার গিয়ে বদির আয়কর নথি ও হলফনামা জব্দ করে। নির্বাচন কমিশনে বদির হলফনামার তথ্য অনুসারে, প্রথম এমপি হওয়ার পর পাঁচ বছরে তার আয় বেড়েছে ৩৫১ গুণ। আর নিট সম্পদ বেড়েছে ১৯ গুণের বেশি। তার এ সম্পদ অবৈধ কি-না তা খতিয়ে দেখতে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ