ফ্রেইবুর্গকে ৪-০ গোলে উড়িয়ে দিল বায়ার্ন

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ  শনিবার রাতে ফ্রেইবুর্গকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বায়ার্ন মিউনিখ।

ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় দুই গোল করে জার্মানির সফলতম দলের জয়ে সবচেয়ে বড় অবদান ফরোয়ার্ড জের্দান শাচিরির। একটি করে গোল করেছেন ডিফেন্ডার দান্তে ও স্ট্রাইকার ক্লদিও পিসারো।

জিতেছে গতবারের রানার্স-আপ বরুসিয়া ডর্টমুন্ডও। আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের সঙ্গে বরুসিয়ার খেলার ফলাফলও ৪-০। দুই গোল করেছেন ফরোয়ার্ড পিয়েরে এমেরিক আউবামেয়াং। একটি করে গোল স্ট্রাইকার রবার্ত লেভানদোভস্কি ও মিডফিল্ডার মিলোস জোইচের।

নিজেদের মাঠ সিগনাল ইদুনা পার্কে লিগে টানা তিনটি হার ও একটি ড্রয়ের পর অবশেষে জয়ের দেখা পেল বরুসিয়া। এই মাঠে গত ১ নভেম্বর সর্বশেষ জিতেছিল তারা।

শীর্ষস্থান সুসংহত করার পাশাপাশি লিগে টানা ৪৬ ম্যাচ অপরাজিত থাকার গৌরব ধরে রাখলো বায়ার্ন। ২১ ম্যাচ থেকে তাদের পয়েন্ট ৫৯। সমান ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে বরুসিয়া। এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা বেয়ার লেভারকুজেনের পয়েন্ট ৪৩।

শনিবার বুন্দেসলিগার অন্যান্য ম্যাচে হফেনহাইম ৪-১ গোলে স্টুটগার্টকে ও আইনট্রাখট ব্রাউনশোয়াইগ ৪-২ গোলে হামবুর্গকে হারিয়েছে এবং ভার্ডার ব্রেমেন ও বরুসিয়া মনশেনগ্লাডবাখ ১-১ গোলে ড্র করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ