যাত্রাবাড়ীতে বন্দুকযুদ্ধে সন্ত্রাসী নিহত

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ  রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই সন্ত্রাসী নিহত হয়েছে। তারা হলো, সালাহউদ্দিন(৩২) ও জুয়েল(২৭)।
শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে  সুতিখালপাড়  বালুর মাঠে এ ঘটনা ঘটে।
ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার মহিউদ্দীন আহমেদ এবিসি নিউজ বিডিকে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সশস্ত্র সন্ত্রাসীরা সুতিরখালপাড় বালুরমাঠে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি করে। পুলিশও পাল্টা গুলি করলে দুই সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকে। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে দুজনই মারা যায়।

মহিউদ্দিন বলেন, তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে সালাহউদ্দিনের বিরুদ্ধে ৫টি হত্যা মামলা রয়েছে। যার মধ্যে ৩টিতে সালঅহউদ্দিন সাজাপ্রাপ্ত।

এসি জানান, ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা রহয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ