৬ জেলায় সেনা থাকছে আরো ৯ দিন

army আর্মি সেনাবাহিনীসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ দশম জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত হয়ে যাওয়া ৬টি জেলায় নতুন করে নির্বাচন উপলক্ষে ১৮ জানুয়ারি পর্যন্ত সেনাবাহিনী মোতায়েন থাকবে। জেলাগুলো হচ্ছে, দিনাজপুর , যশোর, বগুড়া, লক্ষ্মীপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম।

নির্বাচন কমিশন সচিবালয়ের একটি সূত্র বলেছেন, ওই ৬টি জেলার ৮ আসনে আগামী ১৬ জানুয়ারি নতুন করে নির্বাচন হবে। যে কারণে ওই জেলাগুলোতে যে সংখ্যক সেনাবাহিনী আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন রয়েছে তারা আরো ৯ দিন স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। একই সঙ্গে এখানে যে সংখ্যক অন্যান্য আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্য ছিল তারাও মোতায়েন থাকবে। প্রয়োজন মনে করলে ওই আসনগুলোতে নির্বাচনের দিন আরো আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী মোতায়েন করতে পারে নির্বাচন কমিশন।

এদিকে সেনাবাহিনী মোতায়েনের সময় ৯ জানুয়ারি শেষ হচ্ছে। যদিও প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমদ জানিয়েছিলেন, সরকার প্রয়োজন মনে করলে আরো কিছুদিন সেনাবাহিনী মোতায়েন রাখতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ