কাল শপথ

songsod vobon সংসদ ভবনসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ দশম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী ২৯২ জনের মধ্যে ২৯০ জন সংসদ সদস্য হিসেবে বৃহস্পতিবার শপথ নেবেন।

তবে নির্বাচনে জয়ী হলেও যশোর-১ আসনে শেখ আফিলউদ্দিন ও যশোর-২ আসনে মনিরুল ইসলাম শপথ নিতে পারবেন না। এই দুই এমপির বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ ওঠায় তাদের নাম বাদ রাখা হয়। নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

জাতীয় সংসদের জনসংযোগ কর্মকতা জয়নাল আবেদীন জানান, আগামীকাল সকালে অথবা বিকেলে শপথ হতে পারে।

তিনি আরো জানান, ইতোমধ্যে নবম সংসদের বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার কার্যালয় খালি করা করা হয়েছে। বুধবার বিকেল ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী শপথ কক্ষ পরিদর্শন করেছেন। সংসদের কর্মকর্তারা সংসদ সদস্যদের শপথপত্র তৈরি করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ