সংখ্যালঘুরা নির্যাতিত হলে মন্ত্রিত্ব পাবেন না

Obayedul kader ওবায়েদুল কাদেরসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ নিজ দলের নবনির্বাচিত সংসদ সদস্যদের উদ্দেশে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘যারা মন্ত্রী হওয়ার জন্যে ঢাকায় লবিং করতে এসেছেন অথচ এলাকায় সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছে, তারা মন্ত্রিত্ব পাবেন না।’

এ সময় তিনি এমপিদের নিজ নিজ এলাকায় গিয়ে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

বুধবার সকাল সাড়ে ১১টায় ধানমন্ডিতে শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদকদের বৈঠকে তিনি এসব কথা বলেন।

বিএনপি-জামায়াতকে সংখ্যালঘুদের জিম্মি করে রাজনীতি না করার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সংখ্যালঘুদের জিম্মি করে রাজনীতি করবেন না। যারা সংখ্যালঘুদের ওপর নির্যাতন ও নির্মমতা চালাচ্ছেন তাদের মনে রাখতে হবে পাশের দেশেও সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন আছে। এদেশে সংখ্যালঘুদের ওপর হামলা চালিয়ে প্রতিবেশী দেশের সংখ্যালঘুদের জীবন বিপন্ন করবেন না।’

তিনি সতর্ক করে বলেন, ‘বিষধর সাপ ও আগুন নিয়ে খেলা বন্ধ করুন। সংখ্যালঘুদের ওপর নির্যাতন যেন আত্মঘাতী না হয়।’

ওবায়দুল কাদের বলেন, ‘সহিংসতার মধ্য দিয়ে দশম জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। এখনও আমাদের প্রতিকূলতার মধ্য দিয়ে চলতে হচ্ছে। বাতাসে ষড়যন্ত্রের গন্ধ, আগুনে অঙ্গার হচ্ছে মানুষ।’

তিনি বলেন, ‘জঙ্গিবাদের কাছে দেশ জিম্মি হয়ে গেছে। এরই ধারাবাহিকতায় যশোর, দিনাজপুর, সাতক্ষীরাসহ বিভিন্ন এলাকায় সংখ্যালঘুদের ওপর হামলা, লুটপাট, অগ্নিসংযোগ করে তাদের জিম্মি করা হচ্ছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা হচ্ছে।’

জাতীয় পার্টি সম্পর্কে তিনি বলেন, ‘তারা রাজনৈতিক উদ্দেশে নিয়ে তাদের স্বার্থেই নির্বাচনে এসেছেন।’

এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ