ভোট পড়েছে ১০ শতাংশ

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ দশম জাতীয় সংসদ নির্বাচনে ১০ শতাংশ ভোট পড়েছে বলে দাবি করেছে ফেয়ার ইলেকশন মনিটিরিং অ্যালায়েন্স (ফেমা )।

একই দাবি করেছে বাংলাদেশ মানবাধিকার কমিশনও।

রোববার ফেমার মুনিরা খান জানিয়েছেন, সব মিলিয়ে ১০ শতাংশের বেশি ভোট পড়েনি। গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন।

তিনি জানান, আমি নিজে রাজধানীর বেশ কয়েকটি ভোট কেন্দ্রে খুব কম ভোটারের উপস্থিতি দেখেছি। এছাড়া দেশের বিভিন্ন স্থানে আমাদের পর্যবেক্ষকরা যেসব খবর দিয়েছেন তাতেও ১০ শতাংশের বেশি ভোট পড়েনি বলে জানা গেছে।

তিনি জানান, রাজধানীর অনেক কেন্দ্রে উপস্থিত পোলিং এজেন্টও জানাতে পারেননি তিনি কোন প্রার্থীর পোলিং এজেন্ট।

গড়ে ১০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ মানবাধিকার কমিশন। রোববার কমিশনের পরিচালক অ্যাডভোকেট এ কে আজাদ স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, ভোট কেন্দ্রগুলোতে ভোটার ছিল খুবই স্বল্প সংখ্যক। বেশির ভাগ ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল শতকরা শূন্য থেকে ১০ শতাংশ পর্যন্ত। কিছু কিছু  কেন্দ্রে ক্ষমতাসীন দলের মনোনিত প্রার্থী ও তাদের বিদ্রোহী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও ওই সব আসনে সর্বোচ্চ ২০ থেকে ২৫ শতাংশের বেশি ভোট পড়েনি।

কমিশনের বিবৃতিতে বলা হয়, ১০ শতাংশ ভোটার উপস্থিতির নির্বাচনকে প্রকৃতপক্ষে নির্বাচন বলা যায় না। এজন্য তারা অবিলম্বে এ নির্বাচন বাতিল করে সব দলের অংশগ্রহণে নতুন তফসিল দেওয়ার দাবি জানান। আগেই নির্বাচিত ১৫৩ আসনের ফলাফলও বাতিলের দাবি জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ