৫২ ভোটে জয়ী কামাল মজুমদার

kamal majumdar কামাল মজুমদারসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ মাত্র ৫২ ভোট পেয়ে নির্বাচনে জয়ী হয়েছেন সরকার দলীয় প্রার্থী কামাল আহমেদ মজুমদার। ঢাকা-১৫ আসনের ৯৭ নং এ কেন্দ্রে ১ হাজার ৮৮৯ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন মাত্র ৫২ জন। এর মধ্যে ৫১ ভোট পেয়ে নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন কামাল মজুমদার।

এক ভোট পেয়ে তার নিকট প্রতিদ্বন্দ্বী হয়েছেন হাতি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী এখলাস উদ্দীন মোল্লা। যদিও তিনি বেলা সাড়ে ১২টার দিকে ভোট বর্জন করেন। শূন্য ভোট পেয়ে তৃতীয় অবস্থানে আছেন মশাল জাসদ প্রার্থী।
উল্লেখ্য, রোববার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ করা হয়। শেষ হয় বিকেল ৪টায়। এরপরই ভোটগণনা শুরু হয়। ভোট কম পড়ায় দ্রুত ফলাফল ঘোষণা করেন নির্বাচন কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ