এরশাদ নির্বাচনে অংশ নিচ্ছেন না

সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন না বলে জানিয়েছেন তার বিশেষ উপদেষ্টা ববি হাজ্জাজ।

শনিবার বিকেলে সাংবাদিকদের একথা জানান তিনি।

ববি হাজ্জাজ জানান, এরশাদের মুক্তি চাওয়ায় বিএনপিসহ বিভিন্ন দলকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

তিনি বলেন, এরশাদ ও তার ভাই জিএম কাদের নিজে মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য চিঠি দিয়েছেন। তারপরও তা কার্যকর হয়নি।যেহেতু এরশাদ ও তার ভাই মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন এবং নির্বাচনে নেই। সেহেতু জাতীয় পার্টিও থাকতে পারে না। জোরপূর্বক নির্বাচনে অংশ নিতে বাধ্য করানোর জন্য এরশাদকে আটকে রাখা হয়েছে বলে তিনি দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ