ভোট ছাড়াই ১৪৯ জন নির্বাচিত হচ্ছেন

সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ঘোষিত তফসিল অনুযায়ী দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই ১৪৯ জন নির্বাচিত হতে যাচ্ছেন।

শনিবার সন্ধ্যা পর্যন্ত নির্বাচন কমিশন থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় শুক্রবার ৫টা থেকেই চূড়ান্ত প্রার্থীর তালিকা তৈরি করতে শুরু করে নির্বাচন কমিশন।

৩০০ সংসদীয় আসনের যেসব আসনে একজন করে প্রার্থী রয়েছেন তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করবে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা প্রাইমনিউজকে.কম.বিডিকে জানান, সারা দেশ থেকে তথ্য আসছে। এ তথ্যের ভিত্তিতেই তালিকা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ