বাকি যুদ্ধাপরাধীদের রায়ও কার্যকর হবে

ashraful isসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে আবদুল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর হয়েছে, বাকি যুদ্ধাপরাধীদের বিচার শেষ হবে এবং রায় কার্যকর হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

শনিবার সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের বেদিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সৈয়দ আশরাফ বলেন, “শেখ হাসিনার নেতৃত্বে সবকিছু সম্ভব। বাকি যুদ্ধাপরাধীদের বিচার হবে, রায় কার্যকর করা হবে। যারা বিদেশে পালিয়ে আছে তাদেরকে বিদেশ থেকে ফিরিয়ে এনে বিচার করা হবে।”

আশরাফ বলেন, “অনেকে এতদিন বলেছিল এ সরকার যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর করবে না। অথচ কাদের মোল্লার ফাঁসি হয়েছে।”

এর আগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আওয়ামী লীগের পক্ষে থেকে দলের সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে দলের সিনিয়র নেতৃবৃন্দ মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ