আমি অসুস্থ নই, আটকে রাখা হয়েছে

সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ঘোষিত তফসিলে জাতীয় পার্টি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যাবে না বলে আবারো খোলাসা করেই জানিয়েছেন পার্টির চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদ। সম্মিলিত সামরিক হাসপাতালে তাকে চিকিৎসার নামে আটকে রাখার ও নিন্দা জানান তিনি। বলেন, আমি অসুস্থ নই। আমাকে গ্রেপ্তারের জন্য এখানে আটকে রাখা হয়েছে।

এরশাদ তার বিশেষ উপদেষ্টা ববি হাজ্জারে মাধ্যমে শুক্রবার বিকালে গণমাধ্যমে এ তথ্য জানান। তিনি বলেন,’ আমি জাতীয় পার্টির সকল নেতা-কর্মীকে ধৈর্য ধরার এবং ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিচ্ছি।

চেয়ারম্যান বলেন,  আমি কাউকে আমার মুখপাত্র নিযুক্ত করিনি। একজন নেতা (মুজিবুল হক চুন্নু) পার্টির মুখপাত্র হিসাবে বিবৃতি দিচ্ছেন বলে শুনেছি। তিনি যদি এটা করে থাকেন তাহলে এর দায়িত্বও তার নিজের। এটি তার নিজস্ব মতামত হিসাবে বিবেচিত হবে। পার্টির শৃঙ্খলা বিরোধী যে কোনো কাজের জন্য আমি  যেকারো বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি।

এরশাদ বলেন, পার্টির মহাসচিব  রুহুল আমিন হাওলাদার ও আমার ভাই পার্টির  প্রেসিডিয়াম সদস্য জিএম কাদের আমার কাছ থেকে প্রাপ্ত দিক-নির্দেশনা দলীয় নেতাকর্মীদের কাছে পৌঁছে দেবেন।  ববি’র মাধ্যমে আমি গণমাধ্যমকে আমার বক্তব্য জানাবো। অন্য কারো বক্তব্য, বিবৃতি এবং প্রচারণায় আপনারা বিভ্রান্ত হবেন না।

এরশাদ বলেন, সব দলের অংশগ্রহণ ছাড়া জাতীয় পার্টি কোনো নির্বাচনে অংশ নেবে না। এ জন্য ইতোমধ্যেই আমাদের দলের প্রার্থীরা তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।

গণতান্ত্রিক  অগ্রযাত্রা অব্যাহত রাখার স্বার্থেই এটা দরকার বলে জানান এরশাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ