৮ নারীর সঙ্গে সম্পর্ক ছিল আশারামের ছেলের

godman narayan sai নারায়ণ সাঁইআন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ আট নারী শিষ্যের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তুলেছিলেন স্বঘোষিত ভগবান আশারাম বাপুর ছেলে নারায়ন সাঁই। বুধবার গুজরাট পুলিশের কাছে দেওয়া এক স্বীকৃতিতে এ কথা জানান নারায়ন।

সুরাটের এক নারী শিষ্যের আনা ধর্ষণের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হওয়ায় নারায়ণ সাঁই গুজরাট পুলিশকে বলেন, ‘আমি কাউকে ধর্ষণ করিনি। তবে ওর সঙ্গে আমার শারীরিক সম্পর্ক ছিল। আমরা দুজনে সম্মতিসূচক যৌন সম্পর্কে মিলিত হয়েছি।’

পুলিশি জেরার মুখে নারায়ন স্বীকার করে নিলেন আশ্রমের আরো আটজন নারী শিষ্যর সঙ্গে তিনি শারীরিক সম্পর্ক করেছেন।

সুরাটের পুলিশ কমিশনার রাকেশ আসথানা বলেন, ‘নারায়ণ সাঁই কার্যত ধর্ষণের অভিযোগ স্বীকার করে নিয়েছেন। সঙ্গে নারায়ণ সাঁই একথাও বলছেন, আশ্রমের এক সেবিকার ছেলের বাবাও তিনি।’

এতদিন ধরে অভিযোগ ছিল আশ্রমে আশারাম আর তার ছেলেন নারায়ণ ধর্মের ভয় দেখিয়ে মহিলাদের যৌন কার্যকলাপে বাধ্য করাতেন।

গত ৪ ডিসেম্বর গ্রেফতার করা হয় নারায়ণ সাঁইকে। প্রায় ৫৮ দিন ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন নারায়ণ সাই। দিল্লি-হরিয়ানা সীমানা থেকে গ্রেফতার করা হয় তাকে। নারায়ণ সাঁইয়ের বিরুদ্ধে ধর্ষণ,যৌন হেনস্থা এবং জোর করে আটকে রাখার অভিযোগ এনেছিলেন সুরাটের এক নারী। তারপর থেকেই গ্রেফতারি এড়াতে পালিয়ে বেড়াচ্ছিলেন নারায়ণ সাঁই।

স্বঘোষিত গডম্যান বাবা আসারামও জেলে বন্দি। ছেলের স্বীকারোক্তিতে বাবার হাজত বাস আরো বেড়ে যাবে তাতে সন্দেহ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ