বিবিসিতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিএনপির

সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বিবিসি বাংলায় প্রকাশিত ‘হাসিনাকে রেখে নির্বাচনের পথ খুঁজছে জাতিসংঘ’ শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে বিএনপি। গতকাল (মঙ্গলবার) দলের পক্ষ থেকে এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত ১০ ডিসেম্বর ২০১৩ কয়েকটি সংবাদ মাধ্যমে বিবিসি বাংলার বরাত দিয়ে ‘হাসিনাকে রেখে নির্বাচনের পথ খুঁজছে জাতিসংঘ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর পদে রেখেই বাংলাদেশের রাজনৈতিক সঙ্কট সমাধানের এক ফর্মুলায় বিএনপিকে রাজি করানোর চেষ্টা করছেন ঢাকা সফররত জাতিসংঘের বিশেষ দূত অস্কার ফার্নান্দেজ-তারানকো। প্রতিবেদনে বলা হয়েছে, বিএনপি’র নির্ভরযোগ্য সূত্র বিষয়টি ‘বিবিসি বাংলাকে’ নিশ্চিত করেছে। এ প্রতিবেদনে বর্ণিত এ তথ্যটি সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন। সমগ্র জাতি যখন নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে চূড়ান্ত আন্দোলন করছে সেই সময় এ ধরনের অসত্য ও ভিত্তিহীন তথ্যের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। বিবিসি বাংলার মতো সংবাদ মাধ্যমের এ ধরনের অসত্য তথ্য প্রচারে আমরা বিস্মিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ