তুরাগে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ রাজধানীর তুরাগ এলাকায় শনিবার দুপুরে সামিয়া ইসলাম তমা (১৫) নামের এক স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

মৃত তমা তার পরিবারের সাথে তুরাগের ধলীপাড়া এলাকায় বসবাস করত। তার পরিবারের অভিযোগ তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

মৃত তমার বাবা রফিকুল ইসলাম রাজা জানান, শনিবার দুপুর ১২ টার দিকে তিনি  মেয়ে তমাকে নিয়ে তার স্কুলে যান। হঠাৎ তমা অসুস্থ হয়ে পড়লে তাকে সিএনজি অটোরিকশাযোগে হাসপাতালে নিয়ে যান তিনি। ওই সময়ে তমা তাকে বলে, বাবা আমি একটি অন্যায় করেছি। সোহাগ নামের একটি ছেলেকে আমি গোপনে বিয়ে করেছিলাম। কিন্তু সে এবং তার বন্ধু রাকিব, সুজন ও স্বপন এখন আমাকে অস্বীকার করছে। তাই আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি। আমার মৃত্যুর জন্য ওরাই দায়ী থাকবে। এরপর তিনি তমাকে উত্তরার ১১ নম্বর সেক্টরের সিনসিন জাপান হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তমা তুরাগের এমএম স্কুল অ্যান্ড কলেজে এবার এসএসসি পরীক্ষর্থী ছিল।

৪ ভাই ১ বোনের মধ্যে সে ছিল দ্বিতীয়। তমার গ্রামের বাড়ি ময়মনসিংহে।

এ ব্যাপারে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ফরিদ জানান, আপাতত মনে হচ্ছে তমা বিষপানে আত্মহত্যা করেছে। তার লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠাচ্ছি।

এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা লিপিবদ্ধ করা হবে। তবে ময়না তদন্তের প্রতিবেদন বিরুপ হলে নিয়মিত মামলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ