পদত্যাগপত্র জমা দেব রোববার

সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হওলাদার জানিয়েছেন, শনিবার সরকারি ছুটির দিন হওয়ায় মন্ত্রীদের পদত্যাগপত্র জমা দেওয়া যায়নি। রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতীয় পার্টির সাত মন্ত্রী প্রতিমন্ত্রী ও উপদেষ্টার পদত্যাগপত্র জমা দেয়া হবে।

শনিবার বেলা সোয়া তিনটায় বারিধারার প্রেসিডেন্ট পার্কে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

এ সময় বাণিজ্যমন্ত্রী জিএম কাদের বলেন, তিনি এখনও তার মনোনয়নপত্র প্রত্যাহার করেননি।

শনিবার দুপুরে পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছিলেন, ‘মন্ত্রীরা আজ প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেবেন। তারা পদত্যাগ না করলেও কিছু যায় আসে না। সব দল ছাড়া জাতীয় পার্টি নির্বাচনে যাবে না। বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই, আমি সিদ্ধান্তে অনড় আছি।’

 

এরশাদ বলেন, ‘রওশন এরশাদকে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার কথা বিভ্রান্তিমূলক। এসব বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই। আমি জীবিত থাকতে কাউকে পার্টির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ার প্রশ্নই আসে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ