এরশাদের পূর্নাঙ্গ সিদ্ধান্তের অপেক্ষা করুন

সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ নির্বাচন বর্জনে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের ঘোষণার বিষয়ে শিল্প, গৃহায়ণ ও গনপুর্তমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, এরশাদের পূর্নাঙ্গ সিদ্ধান্তের জন্য অপেক্ষা করুন, কী হয় দেখতে পাবেন।

সচিবালয়ের গৃহায়ন ও গনপুর্ত মন্ত্রনালয়ে মঙ্গলবার মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডাব্লিউ মজিনার সঙ্গে সাক্ষৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে  কথা বলেন তিনি।

শিল্প, গৃহায়ণ ও গনপুর্তমন্ত্রী বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান যে সিদ্ধান্ত নিয়েছে, তা দলীয় নেতাকর্মীরাই জানেন না।

তিনি বলেন, বিএনপি নির্বাচনে আসলে  নির্বাচন পিছিয়ে দিতে পারে ইসি। প্রধান নির্বাচন কমিশনার তো আগেই একথা জানিয়েছেন।

যুক্তরাষ্ট্র নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে চায় জানিয়ে তোফায়েল বলেন, তারা সহিংসতা দেখতে চায় না । তারা সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়।

‘এক তরফা নির্বাচন হতে যাচ্ছে কি-না’ এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এক তরফা নির্বাচন নয়, এক হাজার ১০০ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

তিনি বলেন, বিএনপি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের শর্ত নিয়ে এখনও আছে। আমি জানি না সরকার এটা মানবে কি-না।

এর আগে  মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডাব্লিউ মজিনা তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু, পরিবেশ ও বনমন্ত্রী ড.হাছান মাহমুদ ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে স্বাক্ষাৎ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ