মিরসরাইয়ে জামায়াতকর্মীকে কুপিয়ে হত্যা করেছে ছাত্রলীগ

সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, চট্টগ্রামঃ জেলার মিরসরেইয়ে জামায়াতে ইসলামীর এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে ছাত্রলীগ।

শনিবার ভোররাতে উপজেলার শায়েরখালী ইউনিয়নের সমিতির হাট থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত জসিম উদ্দিন (৩০) বিদেশ থেকে সম্প্রতি দেশে ফেরেন বলে স্থানীয়রা জানিয়েছে।

জানা যায়, শুক্রবার রাত ১১টার দিকে নিজামপুর কলেজ ছাত্রলীগের সভাপতি রিপনের নেতৃত্বে ১০-১২ জন  নেতাকর্মী উপজেলার শায়েরখালীর সমিতির হাটে জামায়াতকর্মী জসিম উদ্দিনের ওপর হামলা চালায়। এ সময় তারা দেশীয় অস্ত্র দিয়ে জসিম উদ্দিনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় জসিম উদ্দিন মারা যান।

মিরসরাই থানার ওসি ইমতিয়াজ উদ্দিন জানান, রাত ২টার দিকে সমিতির হাট বাজার থেকে জসিমের লাশ উদ্ধার করা হয়। জসিমের দেহে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

এদিকে জসিমউদ্দিনকে কারা, কেন হত্যা করেছে, সে বিষয়ে পুলিশ নিশ্চিত করে কিছু বলতে পারেনি। তবে পুলিশ এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা করছে বলেও জানান ওসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ