মতিঝিলে আওয়ামী লীগ নেতা খুন

সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ রাজধানীর মতিঝিলে ক্ষমতাসীন আওয়ামী লীগের এক  নেতাকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত খায়রুল মোল্লা (৪৫) ডেমরা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। সায়েদাবাদ পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদকও ছিলেন তিনি।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় মতিঝিল সমবায় ব্যাংকের দ্বিতীয় তলায় এই হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার মো. আশরাফুজ্জামান সন্ধ্যায় এবিসি নিউজ বিডিকে বলেন, “আমরা ঘটনাস্থলে যাচ্ছি। কিভাবে ঘটনাটি ঘটেছে, তা খতিয়ে দেখা হবে।”

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, কয়েকজন যুবক সন্ধ্যা পৌনে ৭টার দিকে খায়রুলকে হাসপাতালে নিয়ে আসে।

কর্তব্যরত চিকিৎসক খায়রুলকে দেখে বলেন, তিনি মারা গেছেন।

ওই যুবকরা পুলিশকে জানিয়েছে, সমবায় ব্যাংকের দ্বিতীয় তলায় খায়রুলসহ কয়েকজন বৈঠক করছিলেন। তখন খায়রুলের ওপর হামলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ