আলোচনার দ্বার এখনও খোলা

khaleda jia Zia খালেদা জিয়া অফিসসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজবিদি, ঢাকাঃ দেশের চলমান সংকট নিরসনে এখনো আলোচনার দ্বার উন্মুক্ত রেখেছে বিএনপি। সেই আলোচনা ব্যবসায়ীদের প্রস্তাব অনুসারে দুই দলের মহাসচিব পর্যায়ে হতে পারে বলে জানিয়েছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে এক ভিডিও কনফারেন্সে তিনি এ কথা জানান।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে ঢাকাবাসীকে জেগে ওঠার আহ্বান জানান। ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক ও ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার সভাপতিত্বে এ সময় দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ