বর্তমান যুগে জিল্লুর রহমানের মতো মানুষ হয় না: প্রধানমন্ত্রী

pm

ঢাকা, ২১ মার্চ –  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,‘ বর্তমান যুগে জিল্লুর রহমানের মতো মানুষ হয় না। তিনি দল মত নির্বিশেষে সকলের কাছে প্রিয় মানুষ ছিলেন। তার মতো রাজনীতিবিদ বিশ্বে বিরল।বর্তমান রাজনৈতিক সঙ্কটে তার দরকার ছিল বেশি।’

বৃহম্পতিবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির মরদেহ দেখতে এসে তিনি এসব কথা বলেন।

এ সময় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির আত্মার মাগফেরাত কামনা করে বলেন, ‘আল্লাহ যেন তার বেহেস্ত নসিব করেন। এ শোক যেন তার পরিবার সইতে পারে, সে শক্তি যেন আল্লাহ তাদের দেন।’

তিনি বলেন, ‘তিনি সবার কাছে সম্মানিত ও গ্রহণযোগ্য ব্যক্তি ছিলেন। তিনি সব দলের মতামত নিয়ে নিরপক্ষভাবে নির্বাচন কমিশন গঠন করেন।’

প্রধানমন্ত্রী বলেন, ‘তিনি অমায়িক ব্যক্তি ছিলেন, সদালাপী ছিলেন। জীবনে কারো সঙ্গে কোনোদিন খারাপ আচরণ করেননি। তিনি ছিলেন আমাদের অভিভাবক। ১৯৮১ সালে আমি যখন দেশে ফিরে আসি, তখন পিতার মতো স্নেহ ও ভালোবাসা পেয়েছি।’

তিনি বলেন, ‘জাতির জন্য তার মতো একজন নেতার খুবই প্রয়োজন ছিল। তিনি যখনই দলের দায়িত্ব পেয়েছেন, তখন অত্যন্ত দক্ষতার সঙ্গে তার দায়িত্ব পালন করেছেন।”

 

তিনি বলেন, ‘গণতন্ত্র বজায় রাখতে তিনি চিরদিন কাজ করে গেছেন। সেই বহু আকাঙ্ক্ষিত অর্জিত গণতন্ত্র যেন অব্যাহত থাকে দেশবাসীর কাছে সে জন্য আমি দোয়া চাই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ