ধর্ষণে ব্যর্থ হয়ে এসিড নিক্ষেপ

dhorshon ধর্ষণরিপোর্টার, এবিসি নিউজ বিডি, মাদারীপুরঃ মাদারীপুরের রাজৈর উপজেলায় এক বিধবা নারীকে ধর্ষণে ব্যর্থ হয়ে এসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে তার এক প্রতিবেশীর বিরুদ্ধে।

শনিবার রাতে রাজৈরের কদমবাড়ি ইউনিয়নের রথবাড়ি গ্রামের এক সন্তানের জননী সুবর্ণা গয়লা (২৩) বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সুবর্ণার মাসতুত ভাই অজিত গাইন সাংবাদিকদের জানান, এক বছর আগে সুবর্ণার স্বামী নীলরতন গয়লা মারা যান। এরপর থেকে তিনি চার বছর বয়সী একমাত্র মেয়ে নীলবর্ণাকে নিয়ে বাড়িতে একা থাকেন।

অজিত বলেন, সুবর্ণার প্রতিবেশী মন্টু সন্ন্যাসীর ছেলে নির্মল সন্ন্যাসী (২৫) গত ১৩ সেপ্টেম্বর রাতে সুবর্ণাকে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়। এ ঘটনায় সুবর্ণা রাজৈর থানায় নির্মলের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা করেন।

ওই মামলায় গ্রেপ্তার হয়ে নির্মল জেলহাজতে যান। ১৪ দিন পর জামিনে বেরিয়ে এসে নির্মল মামলা তুলে নিতে বলে। নইলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।

হুমকি দেযার ঘটনায় গত ২৮ সেপ্টেম্বর সুবর্ণা রাজৈর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এরপর নির্মল আবারো সুবর্ণাকে দেখে নেওয়ার হুমকি দেয়।

অজিত বলেন, শনিবার রাত পৌনে ১০টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে সুবর্ণা ঘরের দরজা খুলে সামনে নির্মলকে দেখে চিৎকার দিয়ে মুখ ঘুরিয়ে ফেলেন। এ সশয় নির্মল তার দিকে এসিড ছুড়ে দিলে সুবর্ণার বাম বাহু ও কাঁধে ঝলসে যায়।

পরে স্থানীয়রা তাকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওইরাতেই সেখান থেকে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় সুবর্ণা নিজে বাদী হয়ে রাজৈর থানায় নির্মলের বিরুদ্ধে মামলা করবেন বলে অজিত জানান।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রতন কুমার সাহা জানান, এসিডে সুবর্ণার বাম বাহু ও কাঁধে ক্ষত সৃষ্টি হয়েছে। তবে আশঙ্কার কিছু নেই।

রাজৈর থানার উপপরিদর্শক (এসআই) আবু তালেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ