ঢাকায় বিএনপি প্রার্থীদের প্রচার জমে উঠেছে
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২৪ জানুয়ারি) : আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজধানী ঢাকার প্রতিটি নির্বাচনি এলাকায় চলছে উৎসবের আমেজ। দ্বিতীয় দিন থেকেই রাজপথ থেকে অলিগলি–সর্বত্রই বিএনপি প্রার্থীদের সরব উপস্থিতিতে জমে উঠেছে প্রচারযুদ্ধ।
শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় ভাসানটেক বিআরবি মাঠে ঢাকা-১৭ আসনে দলীয় চেয়ারম্যান তারেক রহমানের জনসভাকে কেন্দ্র করে নেতা-কর্মীদের মাঝে বাড়তি উদ্দীপনা দেখা গেছে।
রাজধানী শাহজাহানপুরের আমতলা মসজিদে জুমার নামাজ আদায় শেষে নির্বাচনি প্রচার শুরু করেন ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি এরপর পর্যায়ক্রমে আরামবাগের বালুমাঠ, অগ্রণী ক্লাব, আইডিয়াল এলাকা; সন্ধ্যায় ব্যাংক কলোনি মসজিদ; রাত ৮টায় জগন্নাথ হলের সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজায় অংশগ্রহণ করে প্রচার চালান। পরে রাত সাড়ে ৯টার দিকে রমনা কালীমন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন। এসব এলাকায় ঘুরে ঘুরে নির্বাচনি প্রচারকালে তিনি নিজ এলাকার মানুষের খোঁজখবর নেওয়ার পাশাপাশি এলাকার সমস্যা নিরসনসহ নানা প্রতিশ্রুতি দেন।
শাহজাহানপুরে গণসংযোগকালে মির্জা আব্বাস অভিযোগ করেন, প্রশাসনসহ সংশ্লিষ্টরা বিশেষ দুটি দলকে প্রাধান্য দিচ্ছে। নির্বাচনের আগমুহূর্তে নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে সব প্রার্থীকে সতর্ক থাকার কথা বলেন তিনি।
প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘খেলাধুলা নিয়ে কোনো সরকারই কাজ করেনি। বর্তমানে খেলার অবস্থা তলানিতে।’ খেলার মাঠ পর্যন্ত নেই। বিএনপি ক্ষমতায় গেলে খেলাধুলা নিয়ে বেশি বেশি চর্চা করবে বলে জানান তিনি।
মির্জা আব্বাস বলেন, ‘দেশে সন্ত্রাস, মাদক ও সামাজিক যোগাযোগমাধ্যমে তরুণদের আসক্তি বেড়ে যাওয়ায় খেলাধুলা নিয়ে তেমন চর্চা হচ্ছে না। বিএনপি ক্ষমতায় গেলে খেলাধুলার অনেক বেশি গুরুত্ব দেবে।’
প্রচারের দ্বিতীয় দিনে সহস্রাধিক ভোটার ও নেতা-কর্মীর সমন্বয়ে উৎসবমুখর পরিবেশে দিনভর নির্বাচনি প্রচার চালিয়েছেন ঢাকা-৪ আসনের বিএনপি প্রার্থী তানভীর আহমেদ রবিন। সকালে কুদরত আলী বাজার থেকে গণসংযোগ শুরু করেন তিনি। এরপর দুপুরে বায়তুল আমান জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে দনিয়া বাজারে প্রচারে বিরতি দেন।
তানভীর আহমেদ রবিন বলেন, ‘এলাকার প্রতিটি মানুষ আমার আপনজন, আমার পরিবারের সদস্য। তাদের প্রতিশ্রুতি দিয়েছি দিন-রাত তাদের সেবায় পরিশ্রম করব। আমাদের মধ্যে কোনো ফারাক থাকবে না। আমরা সবাই মিলে সব সমস্যা খুঁজে বের করব এবং একসঙ্গে বসে সিদ্ধান্ত নিয়ে সেগুলোর সমাধান করব। আমি যেখানেই গেছি, মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছি। তারা আমাকে আশীর্বাদ করেছে, নসিহতও করেছে।’
যারা ধর্মকে রাজনৈতিক পুঁজি হিসেবে ব্যবহার করে ভোট আদায়ের চেষ্টা করছে, তারা মূলত ধর্মের নামে মিথ্যাচার করছে এবং ধর্মপ্রাণ মানুষকে প্রতারিত করছে। ধর্মের অপব্যবহার, তথ্য জালিয়াতি ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। সবার সহযোগিতায় কাজ করার সুযোগ পেলে এলাকার জন্য নিজেকে উজাড় করে দিতে চান বলে জানান বিএনপি প্রার্থী তানভীর আহমেদ রবিন।
এদিন সকালে মিরপুর ১২ নম্বর পল্লবী স্টেশনের সামনে থেকে গণসংযোগ শুরু করেন ঢাকা-১৬ আসনের বিএনপি প্রার্থী আমিনুল হক। তিনি এই গণসংযোগ কর্মসূচিতে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং নির্বাচনি লিফলেট বিতরণ করেন। আমিনুল হক বলেন, জান্নাত দেওয়ার মালিক একমাত্র মহান আল্লাহ। কোনো ব্যক্তি বা কোনো নির্বাচনি প্রতীক কাউকে জান্নাত দিতে পারে না। তাই রাজনৈতিক স্বার্থে ধর্মের অপব্যবহার থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। ধর্মকে রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করা যাবে না।
এদিকে রাজধানীর শাহীনবাগে হিন্দু সম্প্রদায়ের নেতা এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হয়েছেন ঢাকা-১২ আসনে বিএনপি সমর্থিত প্রার্থী ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা, অধিকার ও শান্তিপূর্ণ সহাবস্থানের বিষয়ে দৃঢ় আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘আমাদের প্রতীক কোদাল। ধানের শীষ মানেই এখানে কোদাল মার্কা। বিএনপির চেয়ারম্যান আমার ওপর আস্থা রেখেছেন। আপনারাও বিশ্বাস ও আস্থা রাখতে পারেন। আমি আপনাদের সঙ্গে নিয়ে একসঙ্গে কাজ করতে চাই, মিলেমিশে এলাকার সব সমস্যার সমাধান করতে চাই।’
রাজধানীর সবুজবাগে উঠান বৈঠক ও মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক দোয়া অনুষ্ঠানে অংশ নিয়ে প্রচার চালিয়েছেন ঢাকা-৯ আসনের বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। তিনি বলেন, ‘শুধু নিজে ভোট দেওয়াই যথেষ্ট নয়, মা-বাবা, আত্মীয়স্বজন, প্রতিবেশীসহ সবাইকে কেন্দ্রে নিয়ে যেতে হবে। আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ। ভোট দিন ধানের শীষে, দেশ গড়ব মিলেমিশে।’
এ ছাড়া বিএনপির ঢাকা-১৮ আসনের প্রার্থী এস এম জাহাঙ্গীর, ঢাকা-৭ আসনে হামিদুর রহমান এবং ঢাকা-৬ আসনে ইশরাক হোসেন দিনভর প্রচার চালিয়েছেন।
মনোয়ারুল হক/
